ব্রাহ্মণপাড়া উপজেলার পটভূমিঃ ব্রাহ্মণপাড়া উপজেলা একটি প্রাচীন জনপদ। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বৃটিশ আমলে তা কসবা থানার অন্তর্ভুক্ত ছিল। প্রশাসনিক সুবিধার্থে ১৯৫৪ সালে তা বুড়িচং থানার অন্তর্ভুক্ত হয়। অতঃপর ১৯৭৬ সালে এ উপজেলাটি প্রশাসনিক থানায় রূপান্তরিত হয় । প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে ১৯৮৩ সালের ০৭ নভেম্বর এ উপজেলাটি পূর্ণ উপজেলায় উন্নীত হয়। কুমিল্লা জেলা শহর হতে ২২ কিলোমিটার দূরে এ উপজেলা অবস্থিত। রেল এবং সড়ক পথে এ উপজেলা হতে বাংলাদেশের সর্বত্র যাতায়াত করা যায়। এ উপজেলাটি অনেক গুণী মানুষের জন্ম স্থান । তন্মধ্যে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা মেজর মোঃ আবদুল গনি এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
সাহেবাবাদ ইউনিয়ন পরিষদটি ১৯৮৪ সালে স্থাপিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস